বিদ্যুৎ বিল পরিশোধের কার্যকরী নিয়ম
বিদ্যুৎ হল একটি মৌলিক নাগরিক চাহিদা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ দিনকে দিন
জনসংখ্যা বাড়ছে শিল্পানান হচ্ছে তার সাথে বাড়ছে বিদ্যুতের চাহি। বিদ্যুৎ আমাদের
অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এবং এর বিদ্যুৎ ব্যবস্থাপনার একটি
গুরুত্বপূর্ণ অংশ হলো বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল। বিদ্যুৎ শুধু আমাদের ঘরের
জন্যই দরকারি নয় এটি শিল্প ব্যবস্থাপনা কারখানা ইত্যাদি সকল ক্ষেত্রেই
গুরুত্বপূর্ণ। এই বিদ্যুৎ ব্যবহারের জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ
করতে হয়, আর একেই বলে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল।
বিদ্যুৎ বিল হলো বিদ্যুৎ ব্যবহারের জন্য বিদ্যুৎ সরবরাহকারী কে তার বিল পরিশোধ করা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করি তাহলে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারব না। আমরা অনেকেই জানিনা কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। বিদ্যুৎ বিল যথাসময়ে পরিশোধ না করলে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে। তাই আজকে আমরা জানবো কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
সূচিপত্রঃ
- বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করা হয়
- বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম
- বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো
-
অনলাইন পোর্টাল ও অ্যাপ্লিকেশন এর মাধ্যমে বিল পরিশোধ
-
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ
- বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
- প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম
- বিদ্যুৎ বিল বিল পরিশোধ না করলে কি হয়
- বিদ্যুৎ বিল হ্রাস করার কিছু কার্যকরী পদ্ধতি
- শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ বিলের পার্থক্য
- বিদ্যুৎ বিলের ভবিষ্যৎ
- উপসংহার
আরো পড়ুনঃ আর্টিকেল র্যাঙ্ক করানোর সেরা ১৫টি উপায়
বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করা হয়ঃ
-
ইউনিট প্রতি খরচঃ সরকার নির্ধারিত ইউনিট রেট অনুযায়ী বিদ্যুৎ বিল
নির্ণয় করা হয়।
-
মিটার রিডিংঃ মাসে একজন ব্যবহারকারী কত ইউনিট বিদ্যুৎ
ব্যবহার করেছে তা নির্ণয় করে।
-
ফিক্সড চার্জঃ এটা প্রতিষ্ঠান হতে নির্ধারিত একটি
খরচ, যা বিদ্যুৎ সংযোগ, সেবা ও মেনটেনেন্স ইত্যাদি খরচ।
- ভ্যাট ও টাক্সঃ এটি এক ধরনের কর যা বিদ্যুৎ বিলের উপরে সরকার নির্ধারণ করে।
বিদ্যুৎ বিল পরিশোধের নিয়মঃ
1. বিদ্যুৎ অফিসে সরাসরি গিয়ে
বিদ্যুৎ অফিসে বিভিন্ন আলাদা আলাদা কাউন্টার থাকে। সেখানে বিদ্যুৎ বিল জমা
দেয়ারও কাউন্টার থাকে, আমরা সেখান থেকে আমাদের মিটার নম্বর বা কাগজের বিল
দেখে বিদ্যুৎ বিল জমা দিতে পারি। সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল জমা
দিলে অবশ্যই টাকা জমা দেয়ার রশিদ গ্রহণ করতে হবে।
2. অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
- বিকাশ
- নগদ
- রকেট
- ইউপে
- বিকাশ অ্যাপ এ লগইন।
- "Pay Bill" সিলেক্ট করুন
- "Electricity" সিলেট করুন - DESCO
- মিটার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিন
- বিলের পরিমাণ লিখুন
- পিন নাম্বার দেন ও ট্যাপ করে ধরুন ও বিল পরিশোধ করুন
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোঃ
বাংলাদেশের অনেকগুলো সরকারি ও বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে। যা প্রতিনিয়ত আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করে যাচ্ছে। এক একটি অঞ্চলে এক একটি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। আবার কোন কোন অঞ্চলে একাধিক সংস্থা একত্রে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
নিচে আমাদের দেশের কয়েকটি বিদ্যুৎ সরবরাহকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তুলে ধরা হলোঃ
- BREB (Bangladesh Rural Electrification Board)
- DESCO (Dhaka Electric Company)
- DPDC (Dhaka Power Distribution Company)
- NESCO (Northern Electricity Supply Company)
- WZPDCL (West Zone Power Distribution Company)
অনলাইন পোর্টাল ও অ্যাপ্লিকেশন এর মাধ্যমে বিল পরিশোধঃ
- DESCO (www.desco.gov.bd)
- DPDC (www.dpdc.gov.bd)
- BREB (www.reb.gov.bd)
আরো পড়ুনঃ রাফাল ধ্বংসকারী কে এই আয়েশা ফারুক
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধঃ
বিদ্যুৎ বিল চেক করার নিয়মঃ
- মোবাইল অ্যাপে চেক করা যায়
- ওয়েবসাইটে চেক করা যায়
প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়মঃ
- বিকাশ/নগদ/রকেট অ্যাপে যেতে হবে।
- "প্রিপেইড মিটার রিচার্জ" এ ক্লিক করতে হবে।
- মিটার নাম্বার এবং রিসার্চ পরিমাণ দিতে হবে।
- আপনার প্রাইভেট পিন নাম্বার দিতে হবে।
- তারপর যে টোকের নাম্বার পাবেন, তা মিটারে বসাতে হবে।
বিদ্যুৎ বিল পরিশোধ না করলে কি হয়ঃ
বিদ্যুৎ বিল সম্পর্কে অভিযোগ যেখানে করবেনঃ
প্রতিটি বিদ্যুৎ কোম্পানির অভিযোগ কেন্দ্র রয়েছে নিচে তা দেওয়া হলো
- BREB Complaint Center: স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
- DESCO Call Center: 16162
- DPDC Helpline: 1320
বিদ্যুৎ বিল হ্রাস করার কিছু কার্যকরী পদ্ধতিঃ
আরো পড়ুনঃ পাক-ভারত যুদ্ধ
শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ বিলের পার্থক্যঃ
| বৈশিষ্ট্য | শহর | গ্রাম |
|---|---|---|
| কোম্পানি | DESCO,DPDC | BREB |
| বিল পরিশোধ পদ্ধতি | ডিজিটাল ও অ্যাপ ভিত্তিক | ম্যানুয়াল |
| মিটার টাইপ | প্রিপেড বা স্মার্ট | পোস্টপেইড বা স্মার্ট |
| পেমেন্ট অপশন | ব্যাপক | সীমিত (সরাসরি অফিসে জমা বেশি)) |



শিখবো আমরা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url